ঈদ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে এসএমপি

সুরমা টাইমস ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্হা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ।

নগরীর বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের একাধিক টিম কাজ করবে।

গত ২৭শে মার্চ (বৃহস্পতিবার) রাত থেকে শুরু হচ্ছে নজরদারি। ঈদের টানা ৯ দিন ছুটির মধ্যে ২৪ ঘন্টা মহানগরজুড়ে পুলিশি টহলের পাশাপাশি এসএমপির ছয়  থানায় এলাকার গুরুত্বপূর্ণ সব সড়ক ও পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে।

সেই সাথে গুরুত্বপূর্ণ স্থাপনা শপিংমলসহ ব্যাপক লোকসমাগম হয় এমন স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় সব ধরনের চাঁদাবাজি বন্ধে তৎপর থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশও দেয়া হয়েছে।

এছাড়া নারী ক্রেতা সমাগম বেশি এমন মার্কেটগুলোতে নারী পকেটমার, নারীদের হয়রানি ও ইভটিজিং রোধে বিপুল সংখ্যক নারী পুলিশ মোতায়েনেরও সিদ্ধান্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসানো হয়েছে।

পবিত্র ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী নিরাপত্তার ব্যাপারে সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা বলেন, ঈদকে সামনে রেখে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়, একই সঙ্গে রেল স্টেশন, বাস টার্মিনালে ও যানবাহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা,

ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ঈদ জামায়াতের নিরাপত্তা ও জাল টাকার অপব্যবহার রোধ, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালে পকেটমার ও অজ্ঞানপার্টির তৎপরতা প্রতিরোধে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত রয়েছে।

পুলিশ কমিশনার আরও বলেন, ‘জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত নৈশটহলের ব্যবস্থা রাখা হয়েছে। বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়ারও আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, ‘শপিংমলগুলোর সামনে অবৈধভাবে কোনো গাড়ি পার্কিং করা যাবে না এবং সেখানে কোনো গাড়ি দাঁড়াতে বা অবস্থান করতে দেয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বলেন, ‘ঈদ উপলক্ষ্যে নগরবাসী যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে ফের ঘরে ফিরতে পারেন, নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে পুলিশ নগরবাসীর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে।

যে সকল মানুষ গ্রামে ঈদ উদযাপন করতে যাবেন তাদের জানমালের নিরাপত্তা দেয়া, ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলমপার্টির সদস্যদের অপতৎপরতা রোধে গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল অব্যাহত থাকবে।

এছাড়াও ঈদের দিন সিলেটের শাহী ঈদগাহ ময়দান, হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, আলিয়া মাদ্রাসা ময়দানসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বিশেষ নিরাপত্তা দিবে পুলিশ।

প্রসঙ্গত পুলিশ, র‌্যাব, বিজিবি ছাড়াও আনসার সদস্যরা এসময় মাঠে থাকবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদর দপ্তর থেকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নাসিমুল গনি গত সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে আরো অনেক উন্নতি হয়েছে।

তবে ঈদকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।