সুরমা টাইমস ডেস্ক :
ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রস্তাবকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
উইটকফ বলেছেন, এই ধারণাটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অন্যান্য ইউরোপীয় নেতাদের ‘সরল’ ধারণার ওপর ভিত্তি করে তৈরি এবং তারা ভাবছেন, তাদের সবাইকে উইনস্টন চার্চিলের মতো হতে হবে।
ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে উইটকফ ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, তিনি রাশিয়ান প্রেসিডেন্টকে পছন্দ করেন।
উইটকফ ১০ দিন আগে পুতিনের সাথে দেখা করেন। তিনি বলেন, সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে ‘সদয়’ ও ‘সোজাসাপ্টা’ আচরণ করেছেন।
তিনি আরো বলেন, ট্রাম্পের ওপর গত বছরের হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাকে উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দেন।
সাক্ষাৎকারের সময় উইটকফ একাধিক রুশ দাবির পুনরাবৃত্তি করেন। এর মধ্যে ইউক্রেনকে ‘ভুয়া দেশ’ বলা এবং দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি অন্তর্ভুক্ত ছিল। তবে তিনি রাশিয়ার দখল করা পাঁচটি অঞ্চল সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি।
তার সাক্ষাৎকারের সময় উইটকফ রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের কারণ সম্পর্কে ক্রেমলিনের বেশ কয়েকটি আলোচনার বিষয়ও পুনরাবৃত্তি করেন।
উইটকফ বলেন, ‘রাশিয়া এই পাঁচটি অঞ্চল পুনরুদ্ধার করেছে। তাদের ক্রিমিয়া আছে এবং তারা যা চায় তা পেয়েছে। তাহলে কেন তারা ইউক্রেনকে আত্মসাৎ করতে চাইবে? তাদের তো ইউক্রেনকে আত্মসাৎ করার দরকার নেই।’
তিনি আরো বলেন, কৃষ্ণ সাগরে একটি যুদ্ধবিরতি আগামী সপ্তাহের মধ্যে বাস্তবায়িত হতে পারে এবং ৩০ দিনের যুদ্ধবিরতি খুব শিগগির বাস্তবায়িত হবে।
সূত্র :— বিবিসি