বাংলাদেশে আসছেন জনুন-এর গায়ক আলী আজমত

সুরমা টাইমস ডেস্ক :

পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড দল জুনুন বাংলাদেশে বেশ কয়েকবার কনসার্ট করে গেছে। তাদের গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এখনো তাদের মুখে মুখে সেগুলো ফেরে। এবার বাংলাদেশে কনসার্ট করতে আসছেন জুনুনের ভোকাল আলী আজমত।
আগামী ২রা মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে গাইবেন তিনি। এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুইবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত।
আলী আজমত ‘লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করবে অ্যাসেন বাজ।
সম্প্রতি ফেসবুক পেজে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট।
তবে আলী আজমতের সঙ্গে দেশের কেউ গাইবে কি না এবং এই কনসার্ট দেখতে কত খরচ করতে হবে, তা জানায়নি অ্যাসেন বাজ। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।