অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের নেপথ্যের নিমরাত কী চাইলেন পুণ্যস্নানে ?

সুরমা টাইমস ডেস্ক :

তার গায়ে জড়ানো গেরুয়া পোশাক,গলায় রুদ্রাক্ষের মালা। ঠিক এমনভাবেই ত্রিবেণি সঙ্গমে ডুব দেন বলিউড অভিনেত্রী নিমরত।

 

সামাজিক মাধ্যমে তার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ডুব দিতে দিতে চোখ বন্ধ করে স্রষ্টার কাছে আশিস প্রার্থনা করছেন তিনি।

বহু পরিশ্রমের পর অবশেষে মহাকুম্ভ মেলায় যোগদান করেছেন নিমরত কৌর। প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে একে একে ডুব দিয়েছেন অনেকেই।

অবশেষে সেই তালিকায় যুক্ত হলো নিমরত কৌরের নাম। মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান সারলেন অভিনেত্রী। তার বেশকিছু ছবি স্যোশাল মিডিয়ায় আপলোড করেছেন এই অভিনেত্রী নিজেই।

এমনকি তিনি জানান কুম্ভে পুণ্যস্নানের অভিজ্ঞতাও নাকি ভাষায় বর্ণনা করার ঊর্ধ্বে।

 

ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার সময়ে গায়েতে গেরুয়া কাপড় এবং গলায় রুদ্রাক্ষের মালা পরিহিত অভিনেত্রী নিজের অনুভূতি সম্পর্কে লিখেছেন, “এই অভিজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।

এই মহাসমাগমে যোগ দিতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। শিখ পরিবারে বড় হয়েছি আমি। তাই কুম্ভস্নান আমাদের কাছে সত্যিই একটা নতুন বিষয়।

এই ঐতিহাসিক মহাকুম্ভ দেখে আমি এর নেপথ্যের ইতিহাস ও পুরাণে ডুব দিতে বাধ্য হয়েছি।”

এসময় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘চারিদিক সুন্দরভাবে সামাল দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই।

২-৩ ঘণ্টা ঘুমিয়ে যে ভাবে এই উৎসবের দেখাশোনা হচ্ছে, তা দেখার মতো। এই ধরনের জনসমাগমকে বাস্তবায়িত করার জন্য অতিমানবের মতো শক্তির প্রয়োজন পড়ে।”

 

প্রসঙ্গত, গত বছর অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনায় বিশেষ যে নামটির গুঞ্জন শোনা যাচ্ছিলো তিনি নিমরত কৌর।

এমনকি এসময় খবর ছড়ায়, নিমরতের জন্যই নাকি ভাঙতে বসেছে বচ্চন দম্পতির সম্পর্ক। তবে সেগুলো যে পুরোটাই গুঞ্জন, তা সময়ই প্রমাণ করে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের তথ্যানুযায়ী, বর্তমানে আলাদাভাবেই থাকছেন অভিষেক ও ঐশ্বরিয়া।

আলাদাভাবে বিভিন্ন ইভেন্টে উপস্থিত হওয়া হোক, কিংবা পারিবারিক ছবিতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি, এ বিষয়গুলো বরাবরই ইন্ধন যোগ করে আসছিল এ জুটির বিচ্ছেদের।

এই তারকাজুটি যে একসঙ্গেই বেশ ভালো আছেন, তা জানিয়েছেন নিজেরাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।