সুরমা টাইমস ডেস্ক :
বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় সিলেটের কোম্পানীগঞ্জে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি সারাদেশের ন্যায় কোম্পানীগঞ্জে পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা ফায়ার সার্ভিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ জোনাল অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,
উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা।
২১শে ফেব্রুয়ারি ২০২৫ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান/মাদ্রাসা ও বেসরকারি ভবনসমূহে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষার গান, চিত্রাঅংকন ও কবিতা/ছড়া আবৃত্তি প্রতিযোগিতায় উত্তির্ণ ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।