মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ’র ফুলেল শুভেচ্ছা প্রদান
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চৌহাট্টাস্থ মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদ্য সাবেক ইউনিট কমান্ডার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ এর পরিচালনায় শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর আইনজীবী রফিকুল হক,
বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদার, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম টেনাই উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন রফিক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাশ।
আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এপলু, মঞ্জুর হোসেন, শ্যামল দেবনাথ, এ কে এম সাইদুল হক, অধীর সিংহ বর্মণ, রাহুল সেন, সালেহ আহমদ, আব্দুল মোহাইমিন সৈকত, সামছুল হক লিটন, বদরুল হক প্রমুখ।