ভাষা শহীদদের প্রতি সিলেটবাসীর ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃঃ

হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সিলেটের সর্বস্তরের মানুষ।

রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ-সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে তা ভরিয়ে তুললেন জনতা।

একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহর থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল বিএনপি ও তার অংগসংগঠন, বাসদ, ব্যবসায়ী সংগঠন, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তস্তবক অর্পণ করে।

 

একুশের প্রথম প্রহরে সিলেটের বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জেলা ও মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা সিলেট সিটি করপোরেশন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে আরও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার মিছিল পরবর্তী শহীদ মিনারে ভাষা সংগ্রামের দিনগুলোকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের পদভারে মুখর হয়ে উঠে শহীদ মিনার। আর শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি।

প্রসঙ্গত ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের সামনের সড়কে দৃপ্ত পায়ে নেমেছিলেন তরুণরা। দাবি জানিয়েছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার। তাদের এ ন্যায্য দাবি দমনে চলেছিল পুলিশের গুলি।

ঝরেছিল সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরের তাজা প্রাণ। সেদিনই সেখানে শহীদদের উদ্দেশে গড়ে উঠেছিল স্মৃতির মিনার।

প্রতিবছরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আপামর সাধারণ মানুষ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।