আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্ক :

মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর আম্বরখানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সার্চ কমিটির সদস্য আব্দুর রহিম।

সভায় ভাষা শহীদদের স্মরণে তাদের আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা একুশের চেতনাকে বুকে ধারণ করে সমাজে ন্যায়, মানবতা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভাপতি আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, “ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা শিখেছি অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কিভাবে করতে হয়। শহীদদের এই ত্যাগের মূল্য আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

সভায় বক্তব্য রাখেন সজল আহমেদ, জুমায়েল বক্স, শিক্ষক নাজিম উদ্দিন, প্রভাষক সাইদ আহমেদ, রাইয়্যান আল রুমান, রাসেল, পিন্টু, সুয়েব, শাহিন, এস কে রিয়া, এস কে রায়হান, রানা এবং মজল আহমেদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।