মুগাস’র পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

সুরমা টাইমস ডেস্ক :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি (মুগাস) এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সংগঠনের সদস্যরা গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মুগাসের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আবিদা তাসনিম মারিয়া বলেন, ‘১৯৫২ সালে ভাষার জন্য বাংলার মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে গোটা বিশ্বকে শিখিয়ে গেছেন কিভাবে ভাষার মর্যাদা রক্ষা করতে হয়।

 

একুশ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার, অধিকার আদায়ের জন্য লড়াই করার। এই চেতনাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে প্রেরণা যুগিয়েছিল।

 

আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত ভাষা ও সংস্কৃতির বিকাশে সচেতনভাবে কাজ করা এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা।’

মুগাসের সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যরাও ভাষা আন্দোলনের ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয় বহন করে। বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব।

 

আমাদের সকলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের জন্য সচেষ্ট হওয়া প্রয়োজন। বেঁচে থাক বিশ্বের সকল মাতৃভাষা।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি (মুগাস) পরিবারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। তাদের আত্মত্যাগ চির অম্লান, চির অমর।

প্রসঙ্গত, একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়, যা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগের এক অনন্য নজির। ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকেই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

 

তাদের এই আত্মত্যাগের ফলেই আজ আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই, যা বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।