নানা আয়োজনে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

সুরমা টাইমস ডেস্ক :

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মহান এই দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইদিনের কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির প্রথমদিনে, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়দিনে, আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এ দিবসের ঐতিহাসিক দিকও ওঠে আসে তাদের বক্তব্যে।

রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ট্রেজারার অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা এবং অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদদীন, আইন অনুষদের ডিন এবং প্রক্টর সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এম. জেড. আশরাফুল।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।