ভারতীয় ‘বুঙ্গার’ চিনি ও নাসির বিড়িসহ বিয়ানীবাজারে দুইজন আটক
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার থেকে যাত্রীর বদলে প্রাইভেটকারে বহন করা ভারতীয় বুঙ্গার চিনি ও নাসির বিড়ি একটি প্রাইভেট কার ও দুইজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।
গত রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চারখাই বাজারে স্থানীয় জনতা চোরাচালানের মালামাল বহন করা প্রাইভেটকারসহ দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।
রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চারখাই বাজারে স্থানীয় জনতা চোরাচালানের মালামাল বহন করা প্রাইভেটকারসহ দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।
চিনি ও বিড়ি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় প্রাইভেটকার চালক ও একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৪৩) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফাহিম আহমদ (২০)।
থানা পুলিশ জানায়, গ্রেফতাকৃতদের কাছ থেকে ৭ বস্তা ভারতীয় চিনি ও ২ হাজার ১’শ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে ও স্থানীয় জনতার সহায়তায় চোরাচালানের পন্যসহ দুজনকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গত সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।