নিজস্ব প্রতিবেদকঃঃ
বিসিএস ৩৪ তম ব্যাচের খোশনূর রুবাইয়াং সিলেট সদর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন ।
তিনি গতকাল মঙ্গলবার (২২শে অক্টোবর) দুপুরে বিদায়ী ইউএনও নাছরীন আক্তারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
৩৪তম বিসিএস ক্যাডার নাছরীন আক্তার গত ২০২৩ সালের মে মাসে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থল হিসাবে তাকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের উপপরিচালক হিসাবে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
সিলেট সদর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং সর্বশেষ কর্মস্থল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসাবেও দায়িত্ব পালন করেন। এবং তিনি (৩৪) তম বিসিএস ক্যাডার।
খোশনূর রুবাইয়াং এর বাড়ী সিলেটের মৌলভীবাজার জেলায়।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং সরকারি সকল কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।