আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ ও সহযোগী সংগঠনের বিজয় র্যালী
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীতে প্রতীকে নৌকা নিয়ে বিজয় র্যালী বের করা হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন চৌহাট্টা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার মো. কুটি মিয়া, বীর মুুক্তিযোদ্ধা মো. আজমল আলী, বীর মুুক্তিযোদ্ধা শাহতাব উদ্দিন, বীর মুুক্তিযোদ্ধা ইরমান আলী,
বীর মুুক্তিযোদ্ধা রাকেশ সরকার, বীর মুুক্তিযোদ্ধা অমলেন্দ্র দাস, বীর মুুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুুক্তিযোদ্ধা খিরোদ মোহন দাস, যুদ্ধোহত বীর মুুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বীর মুুক্তিযোদ্ধা প্রীতি কুসুম চৌধুরী, বীর মুুক্তিযোদ্ধা মো. আকরাম আলী,
বীর মুুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুুক্তিযোদ্ধা মনির উদ্দিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, যুবলীগ নেতা বহল্লর আহমদ, আমরা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, মহানগরের সভাপতি মনোজ কপালী মিন্টু, সাধারণ সম্পাদক পারভেজ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক মিয়া, দেলোয়ার হোসেন দেলু, আমরা সন্তান কমান্ড মহানগরের সদস্য গুলজার আহমদ, জেলার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া চৌধুরী জাকি, মুক্তিযুদ্ধা জেলা যুব কমান্ডের শেখ মুহাম্মদ আলম, এজাজ আহমদ, মো. শহিদ ইসলাম, তাহমিদ আহমদ, মনোরঞ্জন তালুকদার,
দক্ষিণ সুরমা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি ফয়জুর রহমান ফয়সল, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, মো. বশির মিয়া, প্রচার সম্পাদক মো. কামরান ফরিদ, গোলাম মুস্তফা দুলাল, লিটন আহমদ, শ্যামল দাশ, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মো. শাহদাৎ আনোয়ার,
মো. নুরুল ইসলাম, মো. গোলাম দস্তাগীর খাঁন ছামিন, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, মো. রাজন, মো. আব্দুল মুকিত, জকিগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের শাহানুর আলম চৌধুরী, মো. সবুজ আহমদ প্রমুখ।
বিজ্ঞপ্তি