সিলেট আসছেন না খালেদা জিয়া, বিমানবন্দরে নেতাকর্মীদের না যাওয়ার নির্দেশ

সুরমা টাইমস ডেস্ক :

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল।

 

তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন এই সিদ্ধান্ত হয়েছে।

 

গতকাল শনিবার (৩রা মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামী সোমবার (৫ই মে) দেশে আসবেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

 

এর আগে গত শুক্রবার (২রা মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ইনশাল্লাহ ম্যাডাম (খালেদা জিয়া) আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন।

আমরা যতদূর জানি যে, সাথে উনার দুই বউ‘মা (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আসার কথা রয়েছে।

আগামী ৫ই মে সোমবার ইংল্যান্ডের হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিলো।

কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টানোর কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন।

তাঁর আগমন উপলক্ষে সিলেটের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ওসমানী বিমানবন্দরে তাকে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিলো।

 

তাই বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৫ই মে’র সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

 

গতকাল শনিবার রাত ১০ টায় টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত নয়।

 

আর তাই সিলেট জেলা-মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীদের আগামী সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।