জৈন্তাপুরে ভারতীয় মদ সহ একজন গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় মদ পাচারকালে সিএনজি চালিত অটোরিকশা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তারেক মিয়া নগরীর শাহপরান বিএডিসি গুচ্ছগ্রাম এলাকার মৃত ইউসুফ আলির পূত্র।

গত শুক্রবার (২রা মে) বিকাল ৩ টার দিকে জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী এলাকায় তামাবিল মহাসড়কে থেকে মাদক সহ তারেক মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তামাবিল মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৪৫ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ সহ তারেক মিয়াকে গ্রেফতার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় গ্রেফতার হওয়া ব্যাক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।