হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ইয়ুথ ফেডারেশন-এর দোয়া ও ইফতার সম্পন্ন

হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ইয়ুথ ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সিলাম শাহী ঈদগাহ এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে সিলাম শেখপাড়া গ্রামের ও অত্র এলাকার মূর্ধেগান ও দেশবাসী এবং এলাকাবাসীর জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

ইফতার পূর্ব আলোচনা সভায় ফেডারেশনের সভাপতি কবির উদ্দিন রুহেলের সভাপতিত্বে সেক্রেটারি আহমদুর রহমান ছাদেক এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ফজলু মিয়া, সিলামের বিশিষ্ট মুরব্বী হাজী তাজরুল ইসলাম তাজুল, মিসবাহ উদ্দিন, বাহার উদ্দিন, মোয়াজ্জেম হুসেন লনি,

 

ইউপি সদস্য আব্দুর রহমান, সাদিক মিয়া, প্রবাসী উপদেষ্টা রুমেল আহমেদ, আহমেদ ফয়েজ, সহ সভাপতি তানভীর হুসেন মাহদি, ফেডারেশনের স্‌হ সাধারণ সম্পাদক মো: আলী রুবেল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, আরিফুল হক রনি, আবু বকর বাবলু, সাজ্জাদুর রহমান ছাব্বির, লতিফুর রহমান মেহেদী।

 

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামিয়া কোরআনিয়া সিলাম মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মামুন। বয়ান পেশ করেন হযরত শাহ তৈয়ব ছয়লানি দরগাহ মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।