বিশ্বনাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস’ পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে পৌর শহরের উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ভাষা শহীদের বিনম্র শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি।

 

এরপর গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকাল থেকে ভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা।

একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা,

উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, উপজেলা আনসার-ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস বিগ্রেড, দেওকলস ইউনিয়ন পরিষদ’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

 

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশাসনের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকৌশলী আবু সাঈদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।