জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারী প্রদর্শন আগামীকাল

জকিগঞ্জের ইতিহাস- ঐতিহ্য নিয়ে ঐতিহাসিক একটি ডকুমেন্টারী নির্মাণ করেছে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে। ডকুমেন্টারিতে জকিগঞ্জের ইতিহাস,ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে জকিগঞ্জের আলোকিত গুণীজনদেরকে তুলে ধরা হয়েছে।

ডকুমেন্টারী প্রদর্শন আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বড় পর্দায় প্রদর্শন করা হবে।

ডকুমেন্টারী প্রদর্শন বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার বাদ সন্ধ্যা উইমেন্স মডেল কধলেজের হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ একতা ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলার পরিচালনায় উপস্থিত ছিলেন, উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: মহিউদ্দিন ফারুক, বিশিষ্ট সংগঠক মাজহারুল ইসলাম জয়নাল, কবি সিদ্দিক আহমদ, সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরী, জেডিএসসির সাবেক সভাপতি মামুনুর রশীদ, সংগঠক মো: হাবিবুর রহমান, নুরুজ্জামান খান, দেলোয়ার হোসেন রনি, ইসমাইল হোসেন খাঁন, রুহেল আহমদ লস্কর, আরাফাত আহমদ চৌধুরী, হাসান মো. কাজীম, শাহান আল মাহদি, সুফিয়ান আহমেদ, মারজান আহমদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জকিগঞ্জের সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌস ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।