নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: সমাজতান্ত্রিক‌ মহিলা ফোরাম

সুরমা টাইমস রিপোর্ট : সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা রোববার (৫জানুয়ারি) বিকাল ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাসুমা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রত্না বসাক, অর্চিতা শর্মা, লাবলি দে, প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ নির্মাণ সম্ভব না। অথচ স্বাধীনতার ৫৩বছর পরও দেশের নারীরা আইনগতভাবেই বৈষম্যের শিকার। সম্পত্তিতে সমঅধিকার না থাকায় পরিবার ,সমাজ ও রাষ্ট্রে প্রাপ্য অধিকার থেকে নারীরা বঞ্চিত হয়। একদিকে পুঁজিবাদী অর্থনীতির কারণে ধনী-গরীব বৈষম্য অন্যদিকে পুরুষতান্ত্রিক ব্যবস্থার কারণে নারী হিসেবে অর্থাৎ দ্বৈত শোষণের শিকার হতে হয়।

আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর মৌলিক মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।