প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থায় দক্ষ টেকনোলজিস্টের গুরুত্ব অপরিসীম: ডা. এম. এ. বাহার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডা. এম. এ. বাহার বলেছেন, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের সিলেট শাখার যাত্রা নিঃসন্দেহে সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

আধুনিক চিকিৎসাব্যবস্থা শুধু চিকিৎসকদের উপর নির্ভরশীল নয়, দক্ষ স্বাস্থ্য প্রযুক্তিবিদ ও চিকিৎসা সহকারীদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এই ইনস্টিটিউট সিলেট অঞ্চলে সেই চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তার ক্ষেত্রে দক্ষ টেকনোলজিস্টদের ভূমিকা অপরিহার্য।

এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তুলবে। আমরা আশা করি, এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিলেটের সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট হলরুম প্রাঙ্গণে প্রতিষ্ঠানের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছিলেন সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওসার হোসেন রকি, আফসার আহমদ, জালাল উদ্দিন, আশরাফ আলী শাওন, সাকিব আল হাসান, আলী হোসেন, মার্জান আহমদ, মারুফ আহমদ, হাসান মোহাম্মদ কাজিম,

তাহমিদ হাসান তালুকদার, গোলজার আহমদ, মহিয়া হাসান খান, মো: সামিন ইয়াসার অনিম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল হোসেন খান বলেন, আমাদের লক্ষ্য হলো আধুনিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলা। নতুন এই শাখায় সর্বাধুনিক ল্যাব, অভিজ্ঞ প্রশিক্ষক ও উন্নত কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলেটে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো।

আশা করা হচ্ছে, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের এই উদ্যোগ সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সকলের ধারণা।

 

 

বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।