সিলেটে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিচ্ছন্নতা অভিযান

সুরমা টাইমস ডেস্কঃ

ডেঙ্গু প্ররোধে সিলেটজুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

আজ রোববার (১লা অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

সিলেট মহানগরী, ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে সকল সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।

এর আগে গত ১৩ আগস্ট এমন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সিলেটসহ সারাদেশে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিপূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে।

 

এ অবস্থায় জেলা প্রশাসন পৌরসভা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উপর জোর দেয়া হয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।