সিলেটে পুলিশের জালে সামাদ, তাজির

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে ভারতীয় মেহেদীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো, এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার সমসু মিয়ার ছেলে মো. তাজির আলী এবং কাকুয়ারপাড় এলাকার আক্তার হোসেনের ছেলে মো. সামাদ হোসেন।

 

জানা যায়, সোমবার রাতে এসআই(নিঃ)/জুয়েল চৌধুরী সঙ্গীয় এসআই(নিঃ)/পিন্টুধর, এএসআই(নিঃ)/রহিম উদ্দিন, এএসআই(নিঃ)/ফারুক আহমেদ, এএসআই(নিঃ)/আল ইমরান বিন রাজ্জাক ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে এয়ারপোর্ট কাকুয়ারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় আমীর হোসেনের ভাড়াটিয়া তাজির আলীর বসত ঘর থেকে ১ হাজার ৪শ ৪০ পিস ভারতীয় তৈরী কাভেরী মেহেদী উদ্ধার করে।

 

উদ্ধার হওয়া মেহেদীর আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬শ টাকা বলে জানায় পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৯, তাং-১১/০৩/২০২৫খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু হয়।

আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।