Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

সিলেট ৮ নং ওর্যাডের কাউন্সিলর পদপ্রার্থী জগদীশ চন্দ্র দাস এর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৮ নং ওর্যাডের কাউন্সিলার পদ পার্থী সাবেক তিন বারের সফল কাউন্সিরর জগদীশ চন্দ্র দাস এর উদ্যোগে বৃহত্তর এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক ও পেশাজীবীদের নিয়ে গত ২৮ এপ্রিল রাত ৮ ঘটিকায় ব্রাক্ষনশাষনস্থ তার নিজ বাসার সামনে এলাকার বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দেক আলী তালুকদার সাহেবের সভাপতিত্বে সিটি মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক রাজনের পরিচালনায় মতবিনিময় সভার আয়োজন করেন,

 

স্বাগত বক্তব্যে জগদীশ চন্দ্র দাস বলেন আমি সবসময় আপনাদের পাশে ছিলাম সবার ভালো বাসা নিয়ে আমৃত্যু মানুষের কল্যানে ও সেবক হয়ে কাজ করে যাব, আপনাদের ভালো বাসায় আমি সিক্ত, আমার কর্ম দিয়ে যেন আপনাদের ঋণ কিছুটা হলে শোধ করতে পারি, আমি সব সময় ওর্যাডবাসীর সুখে দূঃখে পাশে ছিলাম, আছি আমৃত্যু থাকব, আমি বর্তমানে অভিভাবক শূন্য, এলাকার মুরুব্বিয়ানরাই আমার অভিভাবক, ছাত্র যুবরাই প্রেরনার উৎস আগামী ২১ শে জুন আপনারা আমাকে কাউন্সিলর পদে ভোট দিয়ে বিজয়ী করে ওর্য়াড বাসীর সেবা করার সুযোগ করে দিবেন এটা আমার বিশ্বাস, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ৮ নং ওর্যাডকে আমি আপনাদের মতামত পরামর্শ নিয়েই পরিকল্পিত ও স্মার্ট ওর্য়াড গঠন করব।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওর্য়াডের বিভিন্ন পাড়া মহল্লার বিশিষ্ট মুরব্বিয়ান, ছাত্র, যুবক ব্যবসায়ী নেতৃবৃন্দ,ও সর্বস্তরের জনগণ, সভার সভাপতি মতবিনিময় সভায় উপস্থিত সবাই কে কৃতজ্ঞতা ও ২১ জুন জগদীশ চন্দ্র দাস কে ২১ জুন কাউন্সিলর পদে ভোট প্রদান করে নির্বাচিত করা অনুরোধ জানিয়ে মতবিনিময় সভার মুলতবি করেন।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।