যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে নেটওয়ার্ক মতবিনিময়
সুরমা টাইমস ডেস্কঃ
যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতকল্পে সমমনা ও যুব কেন্দ্রিক সংস্থাগুলোর সাথে নেটওয়ার্ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আরএইচস্টেপ সিলেটের ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে ও আরএইচস্টে ঢাকার প্রজেক্ট অফিসার তাওসিন আহমেদ সোহেল এর পরিচালনায় এবং আরএইচস্টেপ আলোরধারা পাঠশালা,
সিলেটের জুনিয়র ইয়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাসের তত্তাবধানে মতবিনিম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বি ডব্লিউ এইচ সি এর শামসুর নাহার, সিমান্তিকের ডা: তারিন রহমান আখি, ব্রাকের দেব কুমার পাল, মেরিস্টোপসের মোহন লাল দাস, এফপিএবি এর মো: জাকির হোসেন, এসএসকেএস এর পপি দে প্রমুখ। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।