কানাইঘাট থানা পুলিশের হাতে সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার ৩ আসামী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধিঃ

 

কানাইঘাট থানা পুলিশ ঢাকায় র‌্যাব—৩ এর সহযোগিতায় ২টি মামলার সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামী হেলাল উদ্দিনকে গত রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী হেলাল উদ্দিন কানাইঘাট উপজেলার লামা দলইকান্দি গ্রামের মৃত মাও. আব্দুস সালামের পুত্র।

এছাড়াও কানাইঘাট থানা পুলিশ রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে বড়দেশ গ্রামের ইউসুফ আলীর পুত্র সি.আর সাজাপ্রাপ্ত ও অপর একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আব্দুস শহিদকে গাছবাড়ী এলাকা থেকে এবং মানিকপুর গ্রামের মৃত ইব্রাহিম আলী @ লাল মিয়া বাবুর্চির পুত্র জি.আর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজান আহমদকে সড়কের বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দু’টি মামলার সাজাপ্রাপ্ত ও ৪টি মামলার পলাতক আসামী হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে এলাকা ছেড়ে ঢাকা শহরে আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৩ এর সহযোগিতায় থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর দিকনির্দেশনায় হেলাল আহমদকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।