জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকা হইতে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক
সুরমা টাইমস ডেস্কঃ
০৩/০৪/২০২৩খ্রিঃ এসআই(নিঃ)/রাজীব মোহন দাস সঙ্গীয় ফোর্স সহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন সিয়েরা-২১ টহল ডিউটি করার সময় অদ্য ০৪/০৪/২০২৩খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৭.১৫ ঘটিকায় হাওলাদারপাড়া-জালালীয়া রাস্তার জনৈক কামাল হোসেন এর বাসার সামনে পাকা রাস্থার উপর পৌছাইলে পুলিশের টহলগাড়ী দেখিয়া পিঠে ও হাতে ব্যাগসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টা করেন।
ঐসময় এসআই(নিঃ)/রাজীব মোহন দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ টিপু (২৮), পিতা- মোঃ ইসমাইল, মাতা- আছিয়া খাতুন, সাং- হলুয়া, ফকিরবাড়ী, ০৩ নং ওয়ার্ড, ০৩নং সাতকাপন ইউ/পি, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ বর্তমানে বাবুল মিয়ার মেস (সিলেট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির পাশে), কানিশাইল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট ও ২। মোঃ বাচ্চু মিয়া (৪০), পিতা- মৃত আব্দুল আলী, মাতা- কন্টরী বিবি, সাং- হলুয়া, ফকিরবাড়ী, ০৩ নং ওয়ার্ড, ০৩নং সাতকাপন ইউ/পি, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ বর্তমানে জনৈক বাবুর গ্যারেজ (খান সেন্টারের পূর্ব দিকে), কানিশাইল, থানা- কোতোয়ালী, জেলা- সিলেটদ্বয়কে আটক করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করিয়া তাহাদের হেফাজত হইতে সর্ব মোট ১.৭০০ কেজি (এক কেজি সাতশত গ্রাম) গাঁজা জাতীয় মাদকদ্রব্য, সর্বমোট মূল্য অনুমান ২৮,৪০০/- (আঠাশ হাজার চারশত) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে অদ্য ০৪/০৪/২০২৩খ্রিঃ তারিখে ০৭.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে।
পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/রাজীব মোহন দাস বাদী হইয়া ধৃত আসামী ১। মোঃ টিপু (২৮), ২। মোঃ বাচ্চু মিয়া (৪০) দ্বয়ের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে উক্ত বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-০৯, তাং-০৪/০৪/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ রুজু করা হয়।
আটক আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। বিষয়টি মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।