“একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের তথ্য-প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই”
সুরমা টাইমস ডেস্কঃ
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে আর্টিকেল নাইনটিন নারীদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন ও সংবেদনশীল করতে বরিশাল ও ঢাকা বিভাগের তিনটি কমিউনিটি রেডিও; বিইউ রেডিও, রেডিও বিক্রমপুর, এবং রেডিও দিন রাত এর সাথে গত বুধবার, ০৮ মার্চ ২০২৩ তারিখে তিনটি সরাসরি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া আজ বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ তারিখে ঢাকার রেডিও টুডে এর সাথে একটি সরাসরি আলোচনা অনুষ্ঠান এবং আগামী সোমবার, ১৩ মার্চ ২০২৩ তারিখে বিইউ রেডিও এর তত্ত্বাবধানে নারীদের অধিকারের উপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও চারটি সাক্ষাৎকারের আয়োজন করা হবে।
নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার, দশ এপিবিএন, বরিশাল, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সম্পাদক, দৈনিক মুন্সিগঞ্জ খবর, অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা মুন্সিগঞ্জ জেলা শাখাসহ নারী অধিকারকর্মী, দলিত, ট্রান্সজেন্ডার, বেদে, নৃ-গোষ্ঠী, তরুণ রাজনৈতিক ছাত্রনেত্রী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সাংবাদিকরা এই তিনটি সরাসরি আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এই আলোচনা অনুষ্ঠানে প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে নারীদের ক্ষমতায়ন করা যায়, তথ্য-প্রযুক্তি খাতে নারীদের সম্পৃক্ততা কিভাবে বাড়ানো যায়, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, অনলাইনে নারীদের হয়রানি, সমান অধিকার, বিদ্যমান বৈষম্য ও সুযোগের অসমতা, রাজনীতির অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অধিকার, সমাবেশের অধিকার, সংগঠন করার অধিকারসহ নাগরিক পরিসরে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়েছে।
জাতিসংঘ ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। এ বছরের সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’।
আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। বাংলাদেশে যোগাযোগ ও তথ্য-প্রযুক্তির ব্যবহারে পুরুষদের তুলনায় নারীরা অনেক পিছিয়ে আছে। সরকার এবং নারীদের অধিকার নিয়ে কাজ করা অন্যান্য অংশীজনদের নারীদের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি সাক্ষরতা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিরাপদ প্রযুক্তির ব্যবহার, অনলাইনে বুলিং ও হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে”।
আর্টিকেল নাইনটিন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে অংশীদারিত্বে যৌথভাবে “আওয়ার ভয়েসেস আওয়ার চয়েসেস: উইমেন অ্যান্ড ইয়ুথ ফর ডেমোক্রেটিক সিভিক স্পেস (OVOC)” প্রকল্পের অধীনে চলমান ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে এই সরাসরি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের তরুণ বিশেষ করে নারী ও মেয়েরা যাতে মৌলিক মানবাধিকার ভোগ করে এবং তাদের জীবন ও সম্প্রদায়ের উন্নতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক নাগরিক পরিসরের উপর ফোকাস সহ কার্যকর, বহুত্ববাদী এবং প্রতিনিধিত্বশীল নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। প্রকল্পটি ইউরোপীয় কমিশন এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আলোচকদের পাশাপাশি ফেসবুকে প্রচারিত লাইভে বিইউ রেডিও, রেডিও বিক্রমপুর, এবং রেডিও দিন রাত কমেন্টের মাধ্যমে মেয়েদের নিরাপদ তথ্য-প্রযুক্তির ব্যবহার, নারীদের অনলাইনে বুলিং-হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ, নিরাপদ কর্ম-পরিবেশ, নাগরিক পরিসরের কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ, সামাজিক বৈষম্য, সুযোগের অসমতা, নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন দর্শক-শ্রোতারা ।