নবীগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি::

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এক প্রবাসীকে হত্যার অভিযোগে তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি গ্রামের ওমান প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী।

আজ শনিবার (৪ঠা মার্চ) সকালে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌকি গ্রামের নিজ বসতঘর থেকে ওমান প্রবাসী আব্দুর রহমানের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, আব্দুর রহমান কিছুদিন আগে ওমান থেকে দেশে ফিরেন। ৮ ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি একই ঘরে থাকতেন। প্রায়ই তাদের সংসারে ঝগড়া হতো।

আব্দুর রহমানের দেখাশোনা করতেন শুধু তার বড় মেয়ে লিজা বেগম। গত বুধবার রাতে ঘরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে বৃহস্পতিবার ভোরে এলাকার লোকজন বাড়িতে এসে দেখতে পান আব্দুর রহমানের মরদেহ ঘরের মধ্যে পড়ে আছে। তার নাকের পাশে জখম রয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ বলেন, আব্দুর রহমানকে হত্যার অভিযোগে তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে লিজা বেগম আলেয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।