সুরমা টাইমস ডেস্ক :
শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেফতার করেছে পুলিশ।
তুষার মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকার সাবেক কমিশনার মৃত আকিকুল ইসলাম চৌধুরীর ছেলে।
গত রোববার রাতে শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, তুষার আওয়ামী লীগ আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসামি আনিসুল ইসলাম তুষার।
মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপের আধিপত্য। ১৮ জুলাই ছাত্রদের আন্দোলনে হামলা চালায় তুষার বাহিনী।
সর্বশেষ গত ৪া আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় তুষার।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।