এসএমপি ডিবির অভিযানে ফেনসিডিলসহ ০৩ জন গ্রেফতার

গত ১৫/০৪/২০২৫ খ্রিঃ ১৪.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন বদিকোনা সাকিনস্থ সিটি গেইট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি নং: ময়মনসিংহ ব-১১-০৩৩৭) বাসটিকে থামিয়ে তল্লাশিকালে বাসের বক্সের ভিতর মেরুন রঙের একটি ট্রলি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল (মোট ৫০০০ মি.লি) উদ্ধারসহ ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ-

১। আনোয়ারুল ইসলাম (৪১), পিতা-ইদ্রিস আলী, মাতা-মনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা- সাং-কাজলা, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান সাং-আরিচপুর (পশ্চিম স্টেশনরোড), থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর,

 

২। মিসেস ইমু ইসলাম (৩৩), পিতাঃ ইকবাল, মাতাঃ হাসিনা, সাং-আরিচপুর (পশ্চিম স্টেশন রোড), থানা: টঙ্গী পূর্ব, জেলাঃ গাজীপুর,

৩। শান্ত (২০), পিতাঃ আনোয়ারুল ইসলাম, সাং-কাজলা, থানাঃ তাড়াইল, জেলাঃ কিশোরগঞ্জ।
আসামী ১ ও ২ সম্পর্কে স্বামী-স্ত্রী এবং ৩ নং ১ নং আসামীর ছেলে।

আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(খ) ধারায় মামলা (নং-০৯/৫৬, তারিখ-১৫/০৪/২০২৫ খ্রিঃ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।