এবার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সিলেট

রোকেয়া বেগম : অপরুপ অরণ্যানী ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন নগরী খ্যাত সিলেট। প্রকৃতিকন্যা সিলেটে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ হাওর-নদী-পাহাড় গেরা সবুজ চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট। উচু-নিচু চা-বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝরনা সব মিলিয়ে নানা বৈচিত্রে¬র সম্ভার এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটের রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, বৈচিত্রময় সংস্কৃতি, চা-বাগান, বিভিন্ন রিসোর্ট, হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজারসহ সিলেটে বিভিন্ন দর্শনীয় স্থান থাকায় সিলেটকে দেশের অন্যতম সেরা পর্যটন নগরী বলা যেতেই পারে।
সময় সুযোগ পেলেই পর্যটকরা ছুটে আসেন সিলেটে। এবার থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে এর ব্যত্যয় ঘটেনি। ইতোমধ্যে মহানগরের প্রায় সবকটি হোটেল পর্যটকে পরিপূর্ণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনকে আন্দনমুখর করে তুলতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন পর্যটকরা।
গত ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনের সরকারি ছুটি ছিল। এর একদিন পর ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুই দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মীরা বৃহস্পতিবার ছুটি নিয়ে এবার টানা চারদিন ছুটি ভোগ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের অন্যতম হযরত শাহজালাল-শাহপরাণ (র.) মাজার, চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছনাকান্দি পর্যটকমুখর রয়েছে। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা বছরের প্রথম দিন সকাল থেকে উপচে পড়া ভিড় ছিলো।
সিলেট দরগাহ গেটের হোটেল হলি ইনের বুকিং ম্যানেজার বলেন, আমাদের হোটেলের সবগুলো কক্ষই এই কয় দিন বুকিং রয়েছে। বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির কারণে পর্যটক বেড়েছে। একই চিত্র সিলেট মহানগরের অন্যান্য হোটেল-মোটেলও।
এদিকে সিলেটের ট্যুর অপারেটর ও ট্রাভেল ব্যবসায়ীরা জানিয়েছেন, ছুটির এই কয়েকদিনে সাদাপাথর,জাফলং ও বিছানাকান্দিতে অন্তত লক্ষাধিক পর্যটকের সমাগম হবে। ইতোমধ্যে অনেকেই সিলেটে এসে অবস্থান করছেন আজ বুধবার এই সংখ্যা কয়েকগুণ বাড়বে।
সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ট্যুরিস্টদের সেবাদানে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। তাদের সার্বিক নিরাপত্তা দিতে আমাদের ইউনিটগুলো কাজ করছে। সিলেটের সব স্পটে বাড়তি ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার কোনো কমতি নেই।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, টানা ছুটিতে সিলেটে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।