সুরমা টাইমস ডেস্ক :
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর নামে চাকুরীর বিজ্ঞপ্তি দিয়ে দীর্ঘ দিন থেকে প্রতারণা করে আসছে একটি চক্র।
গত বৃহস্পতিবার রুবেল মিয়া (২১) নামে এক প্রতারকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতারক রুবেল মিয়া, সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়রা ইসলামপুর গ্রামের মৃত সুজন মিয়ার পুত্র।
সে দীর্ঘ দিন থেকে বিভিন্নজনকে ইবনে সিনা হাসপাতালে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় ৬মার্চ সিলেট জালালাবাদ থানার খৈয়ারচর গ্রামের মুশাহিদ আলীর পুত্র সুমন আহমদ শিমুল (২১) কে তেমুখী থেকে চাকুরী বাবদ টাকা লেনদেনের জন্য ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসে।
প্রাতরক চক্রের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে তাদেরকে ধরতে হাসপাতালের লোকজন ওৎপেতে থাকে।
বাদ যোহর হাসপাতালের কাস্টমার কেয়ার ম্যানেজার ও অন্যান্য স্টাফদের সহযোগিতায় প্রতারক রুবেল মিয়া (২১) আটক করে সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
প্রতারক রুবেল মিয়াকে আটকরে বিষয়টি নিশ্চিত করেছেন ইবনে সিনা হাসপাতাল সিলেট, লিমিটেড এর সিকিউরিটি এন্ড ফায়ার অফিসার ইনচার্জ মো: মুতচ্ছির হোসাইন।