সিলেটে ডিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটে অভিযান পরিচালনা করে ১ কোটি টাকার চোরাই পন্য ও ১টি কার্গো ট্রাকসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গত মঙ্গলবার (১৭ই অক্টোবর) বিকল সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্ত্বর থেকে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাই পণ্যের বাজার মূল্য ১ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গত মঙ্গলবার (১৭ই অক্টোবর) বিকালে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ফেঞ্চুগঞ্জগামী রাস্তার মুখে শ্রমিক ড্রাইভার রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে জাকির হোসেন (৩৩) নামক একজনকে গ্রেফতার করা হয়।

এসময় তার সাথে থাকা ভারতীয় পণ্য বহনকারী একটি কার্গো ট্রাক আটক করা হয়।

পরে ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রী-পিস, কাজু বাদাম, খেলার বুট জুতা, SkinShine Cream, NIVEA Cream, BETNOVATE-N Cream, SCALP VEIN INFUSION SET জব্দ করা হয়।

 

এদিকে এঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জয়ন্ত প্রদীপ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃত জাকির হোসনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি(তদন্ত) আবুল হোসেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।