মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা জেএসডির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেন, সদস্য রিয়াজ উদ্দিন, সামিয়া আনোয়ার প্রমুখ।
==বিজ্ঞপ্তি