জৈন্তাপুরে ভারতীয় চিনিসহ আটক ২

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় ২০ বস্তা চিনি সহ দুই ব্যাক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় চিনিবহন কাজে নিয়োজিত একটি ডিআই পিকআপও জব্দ করা হয়েছে।

আটককৃত দুইজন হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের জিয়াউল হকের ছেলে শিব্বির আহমেদ (২২) ও অপর আসামি উপজেলার কাজির পাতন এলাকার হাসন আহমেদের ছেলে মাহবুব (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

গতকাল বুধবার (১৮ই অক্টোবর) গভীর রাত আড়াই ঘটিকার সময় মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট নামক স্থান হতে একটি ডিআই পিকআপ থেকে ২০ বস্তা ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করা হয়।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম পিপিএম বলেন, চোরাচালান রোধে থানা পুলিশ অভিযান পরিচালনা করছে ৷ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷

চোরাচালান রোধে এলাকাবাসী পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তার আহবান জানান । তিনি তথ্য গোপন রেখে আইনগত ব্যবস্থা নিবেন ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।