সুরমা টাইমস ডেস্ক:
সিলেটের হরিপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী বিক্রি, পাচার এবং অবৈধভাবে শিকারের অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে নগদ ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার ( ১০ই ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তা এ সময় তাকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সহযোগিতা করে।
জানা যায়, অভিযান পরিচলনা করার সময় ৭০ জাতের মৃত বন্যপ্রাণী পাওয়া যায় এবং বালি হাস, ঘুঘু সহ অংসখ্য প্রজতির রান্না করা পাখির মাংস পাওয়া যায়।
এ সময় মৃত বন্যপ্রাণী গুলোকে সেনাবাহিনীর সহয়তা মাটিতে পুতে ফেলা হয় এবং রান্না করা মাংস গুলো স্থানীয় এতিমখানায় দান করে দেয়া হয়।
এ বিষয়ে সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা আমরা অভিযানটি পরিচালনা করি।
এ সময় বন্য নিষিদ্ধ প্রাণী বিক্রির যথেষ্ট প্রমাণ মেলেছে৷ প্রাথমিক পর্যায়ে কাউকে গ্রেফতার না করে আইন অনুযায়ী ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।