সিলেটে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

সুরমা টাইমস ডেস্ক:

সিলেটে শৃঙ্খলা দলীয় ভঙ্গের দায়ে দুই নেতাকে শোকজ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। দলটির মহানগর শাখার আহ্ববায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদেরকে শোকজ করা হয়েছে। উভয় নেতাকে ৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

শোকজ চিঠি পাওয়া দুই নেতা হলেন- সিলেট মহানগরীর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী হিরন্ময় দেব হকেন ও ৬নং ওয়ার্ডের সদস্য সচিব আতিকুর রহমান পরান।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার (৮ই ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে অভিযুক্তরা বিশৃঙ্খলা, ভাঙচুর ও ভাবমুর্তি নষ্টের অপচেষ্টা চালানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অভিযোগের ব্যাপারে আগামী ৫ দিনের মধ্যে তাদেরকে লিখিত জবাব দিতে বলা হয়। একই সাথে দলীয় সকল কর্মকান্ড থেকে তাদেরকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।