সুরমা টাইমস ডেস্ক :
সিলেটে নগরীর ৭ নং ওয়ার্ডের আওতাধীন সুবিদবাজার বনকলাপাড়া নুরানী আবাসিক এলাকার ৬/২ নুরুল মঞ্জিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
চৌহাট্রা ২ মাইক্রোবাস উপ-কমিটির সাবেক সভাপতি ও পুরাতন গাড়ি ব্যবসায়ী লিলু মিয়া বাসায় এ চুরি সংঘটিত হয়েছে।
গতকাল বুধবার (২রা এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
চোরেরা বারান্দার গ্রীলে কেটে ভিতরে ঢুকে আড়াই ভরি স্বর্ণ, ৪ টি রুপার চেইন ও নগদ সাড়ে ১২ লাখ টাকা নিয়ে যায়। টাকা গুলো গাড়ি ও জায়গা বিক্রির ছিল বলে জানা যায়।
এসময় সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে বাসার মালিক ঘটনাস্হলে আসেন। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম সেখনে পৌছে।
বাসার মালিক জানান, বুধবার (২এপ্রিল) তারা বাসা তালাবদ্ধ করে সালুটিকর সাহেবের বাজার চলে যান। সেখানে তাদের একটি বাড়ি নির্মানাধীন। সেটার খোজ খবর নিতে সবাইকে নিয়ে সেখানে যান। বাসাটি খালি ছিল।
সন্ধ্যার পর তাদের কেয়ারটেকার বাবর ফোন করে জানায় বাসায় চুরি হয়েছে। চুরির খবর পেয়ে বাসার মালিক দ্রুত তার বাসায় আসেন এবং দেখতে পান সব কিছু চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, জায়গা ও গাড়ি বিক্রির টাকা বাসায় ছিল।
পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এদিকে লিলু মিয়ার বাসায় দুর্ধর্ষ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন সিলেট জেলার পরিবহন নেতারা।
এসময় তারা চুরির ঘটনায় তীব্র নিন্দা ও অপরাধীদেরকে গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন,আমাদের থানা পুলিশের একটি টিম খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছে,আমরা তদন্তপূর্বক বিষয়টি দেখছি।