সিলেটি নাটকের অভিনেত্রী সনিয়ার গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সনিয়া বেগমের (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সনিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন।

 

নিহত সোনিয়ার পরিবারের সদস্যরা জানান,গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে খালার বাসা থেকে মামাতো ভাই সজিবের সাথে বাসায় আসে সোনিয়া।

রাতে সোনিয়াদের বাসায় থেকে যায় সজিব। রোববার সকালে সোনিয়ার মা অমিতা বেগম মেয়েকে ভালো দেখলেও দুপুর ১২টার দিকে মেয়ের জন্য খাবার নিয়ে গিয়ে দেখেন তার মরদেহ বিছানায় পড়ে আছে।

এর আগেই সজিব বাসা থেকে চলে যায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় সজিবকে সন্দেহ করছেন সোনিয়ার পরিবারের সদস্যরা।

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি ঘটনাস্থল থেকে বলেন, আমরা দুপুরে নিহতের আত্মীয়-স্বজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। মেয়েটির গলায় ধারালো কিছুর গভীর ক্ষত রয়েছে। মরদেহের পাশ থেকে কাপড় কাটার একটি কাঁচি উদ্ধার করেছি আমরা। সেটি রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ওই তরুণী টিকটকার ছিলেন বলে জানা গেছে। আমরা পুলিশ, সিআইডি, পিবিআই মিলে এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি। এখন পর্যন্ত আমরা কাউকে আটক করিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।