এবার পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো ভারত

সুরমা টাইমস ডেস্ক :

টানা ১৯ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। তবে এর কয়েকঘণ্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে নয়াদিল্লি।

 

গতকাল শনিবার (১০ই মে) রাতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

 

যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সেনাবাহিনী এমন হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

 

সংবাদ মাধ্যমটি বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর একাধিক স্থানে হামলার জেরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একথা বলেছেন।

 

তিনি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পরেই ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিচ্ছে।’

 

তিনি আরও বলেন,‘সশস্ত্র বাহিনীকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেয়া হয়েছে।

 

আমরা পাকিস্তানকে সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার এবং গুরুত্ব ও দায়িত্বের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।’

 

সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে এবং আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যেকোনো সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তির বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্র সচিব।

 

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে যুদ্ধবিরতির পরেও ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

ড্রোন দেখা গেছে গুজরাট রাজ্যের কচ্ছ জেলায়। ক্ষয়ক্ষতির শঙ্কায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে এসব অঞ্চলে।

 

এ ছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে পাঁচটি স্থান থেকে আন্তঃসীমান্ত গোলাগুলির খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।