সুরমা টাইমস ডেস্ক :
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ভারতের দুই সেনা নিহত। আহত হয়েছেন আরও এক জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি বিস্ফোরণ হয়েছে।
ভারত সেনার হোয়াইট নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্স পোস্টে জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে এই বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে সেনাসদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে।
এরপর তিন সেনাসদস্যই গুরুতর আহত হন। তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্য মারা যান।
পরে আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।
ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরভিত্তিক ‘হোয়াইট নাইট কর্পস ইউনিট’ এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আখনুর সেক্টরের লালিয়ালিতে একটি সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ ঘটে।
ফলে দুজন সেনাসদস্য নিহত হয়েছেন। আমাদের সেনারা এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং অনুসন্ধান অভিযান চলছে।
হোয়াইট নাইট কর্পস এই দুই বীর সেনার আত্মত্যাগকে স্যালুট জানায় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।’