চবি শিক্ষককে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল

সুরমা টাইমস ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শেখ হাসিনা হলের এক ছাত্রীর বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের গায়ে হাত তোলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ওই ছাত্রী শিক্ষকের গালে থাপ্পড় মারেন।

গত ৫ই ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে। তবে গত সোমবার (১০ই ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. মো. কোরবান আলী বলেন, আসলে ওইদিন আমরা পরিস্থিতি শান্ত করতেই সেখানে গিয়েছি, আমরা তো কারো শত্রু নই।

এক পর্যায়ে ওই ছাত্রী আমার গায়ে হাত তুলেন যা ভিডিও ফুটেজে স্পষ্টত দেখা গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। বিস্তারিত জানতে ঐ ছাত্রীকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

এদিকে শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় চবি শাখা ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। অন্যদিকে শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।