“জিয়াউর রহমানের পলিসিতেই গড়ে উঠেছে আজকের গার্মেন্টস সেক্টর”

সুরমা টাইমস ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গার্মেন্টস শিল্প আজ যে সফলতার জায়গায় পৌঁছেছে, তার ভিত্তি তৈরি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

 

তারই প্রবর্তিত নীতিমালার ধারাবাহিকতায় এই খাত টিকে আছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান দৃঢ় করতে পেরেছে।

 

গত শুক্রবার (৯ই মে) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের যৌথ আয়োজনে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আমাদের ৩১ দফা কর্মসূচি ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনার রূপরেখা হিসেবে কাজ করবে।

 

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো স্বচ্ছতা, দক্ষতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা।”

 

আমীর খসরু শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “জাতীয়ভাবে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ না করলে প্রযুক্তিগত অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

 

তিনি জানান, প্রশাসনিক কর্মকাণ্ড ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কার্যকারিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

 

পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া নানা পদক্ষেপ ইতোমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, “বিএনপি চায় দেশের তরুণদের জ্ঞান, মেধা ও স্বপ্নকে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতির উন্নয়নে সম্পৃক্ত করতে।

 

বর্তমানে অনেক মেধাবী তরুণ কাজের সুযোগ না পেয়ে বিদেশে চলে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। আমরা সেই প্রবণতা থামিয়ে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।