ফিলিস্তিনে গণহত্যা বন্ধের প্রতিবাদে গণদাবী পরিষদ গোলাপগঞ্জে প্রতিবাদ সভা

সুরমা টাইমস ডেস্ক :

নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ লক্ষনাবন্দ ৭নং ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৬শে এপ্রিল) বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ক্লাব পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লক্ষনাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন।

সাধারণ সম্পাদক মো. মাসুদ ইকবাল ও জুবায়ের আহমদ সুমন এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডা. মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জ ডিগ্রী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, বিশিষ্ট আলিম মাওলানা শহিদুল হক, মাওলানা সাদিকুর রহমান, ইসলামাবাদ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, মাওলানা লোকমান আহমদ, মো. মিনহাজ উদ্দিন, হাফিজ মাওলানা হিফজুর রহমান,

 

মো. আজির উদ্দিন, মো. জয়নাল আবেদীন, হাফিজ আব্দুস সালাম, মাওলানা আব্দুস শহিদ, হাফিজ মঞ্জুর আহমদ, মাওলানা রশিদ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ রশিদ আহমদ, ডা. জয়নুল ইসলাম খান, মাহবুবুর রহমান, মিনজান উদ্দিন, সোনা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে নিরীহ ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল আজিজ।
প্রতিবাদ সভায় বক্তরা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।

বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।