দায়িত্বে অবহেলা: বিশ্বনাথে এসএসসি পরীক্ষার পরিদর্শককে অব্যাহতি

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের বিশ্বনাথে চললমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্রের এক হল পরিদর্শকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

তিনি উপজেলার হাজী ইয়াসিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির মিয়া। তিনি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

 

গত বুধবার (২৩শে এপ্রিল) এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার কারণে তাকে হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

 

পরীক্ষার হল পরিদর্শকের দায়িত্ব অবহেলার কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি স্বীকার করেছেন ট্যাগ অফিসার কামরুল ইসলাম এবং পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রের সচিব ও জনকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, পরীক্ষার হলে দায়িত্ব অবহেলার কারেণ তাকে হল পরিদর্শক থেকে অব্যাহতি দেয়া হয়েছে।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন নিশ্চিত করতে আমরা কঠোর নজরদারিতে রয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।