সুরমা টাইমস ডেস্ক :
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ব্যারিস্টারএম এ সালাম বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা মানুষের অধিকার, মুক্তি ও গণতন্ত্রেরসনদ।
তিনি বলেছেন আগামীর রাষ্ট্র হবে মানবিক, ন্যায় বিচার, সত্যের, উন্নয়নের। একটিসুখি, সমৃদ্ধিশালী, টেকসই দেশ গড়া এই ৩১দফার মূল লক্ষ।
অর্থনীতিতে সমৃদ্ধ দেশ দিতে পারেমানুষের মুক্তির পথ। যে দেশে থাকবে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিবার, মৌলিক অধিকারের বাস্তবায়নের মূললক্ষ্য।
থাকবে না, শোষণ, বঞ্চনা, নিপীড়ণ। একটি সুন্দর সমাজ ব্যবস্থা, আধুনিক শক্তিশালী দেশগড়া তারেক রহমানের মুল উদ্দেশ্য।
ব্যারিস্টার এম এসালাম বলেন, দেশে শান্তি ফেরাতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমাসদায়িত্বে থাকা উপদেষ্টাদের।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যত হত্যা, গুম,নির্যাতন, লুটরাজ হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন।
বিএনপিক্ষমতায় এলে এম ইলিয়াস আলী সহ সকল গুম, খুনের বিচার করা হবে।
তিনি শনিবার বালাগঞ্জের পৈলনপুর ইউনিয়নে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষেতৃনমূলের সম্পৃক্ততা শীর্ষক আলোচনা সভাও সং’.ব’.র্ধনা অনুষ্টানে প্রধান অতিথিরবক্তব্যে একথাগুলো বলেন।পৈলনপুর ইউনিয়নবিএনপির সাবেক সভাপতি আফাজ মিয়ার সভাপতিত্বে উপজেলা যুবদল নেতা শেখ মিসবাহ উদ্দিনেরপরিচালনায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ছালিক মিয়া,সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম জিতু, জেলাবিএনপির সহ-সমবায়ক বিষয়ক সম্পাদক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম,অভিবক্তবালাগঞ্জ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,
এ,কে পনির আজাদ, উপজেলা কৃষক দলের আহবায়কছইল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক, সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুলআহমদ,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাওছার আহমেদ নামর,
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদকজুবায়ের লিলু,পুর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মকবুল হোসেন,
জালালপুর ইউনিয়নযুবদলের সভাপতি আনহার মারনুস,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমদখালেদ, বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলেরসভাপতি আব্দুস সালাম আজাদ, পুর্বগৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিমখান,সম্পাদক, বাবলু আহমেদ,
বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সম্পাদক ফজলু মিয়া, মনজুর আহমদসহ বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দলের উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।