নগরী থেকে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার::

সিলেট নগরীর মিরাপাড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় হাকিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯শে এপ্রিল) রাত আটটার দিকে মিরাপাড়া এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।

হাকিম মিরাপাড়া এলাকার  আবুল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

 

প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।