সুরমা টাইমস ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে অব্যবহিত দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায় সালমান খুরশেদকে।
গতকাল বুধবার (১৬ই এপ্রিল) বৈছাআ’র সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির একজন ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হয়।
সেই মামলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আকতার হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়ক আকতার হোসেনকে মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সাংগঠনিক কাজ হতে অব্যাহতি দেওয়া হলো।
মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক হিসেবে পরিচয় বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডি সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কাজ করবেন সালমান খুরশেদ (১ নম্বর যুগ্ম আহবায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা)।