ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে

সুরমা টাইমস ডেস্ক ::

ফিলিস্তিনের গাজা উপত্যাকাসহ পুরো অঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, বর্বরতা, নির্বিচারে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৬ই এপ্রিল) দুপুর ২টায় মেন্দিবাগস্থ সিলেট কর ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মো. শফিকুল ইসলাম এডভোকেট, সাবেক সভাপতি মো. আবুল ফজল এডভোকেট, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট,
সাবেক সহ সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, আব্দুর রব এডভোকেট, আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, নুরুদ্দীন আহমদ এডভোকেট, বাহা উদ্দিন বাহার,
সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান এডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার রায় এডভোকেট, জুনেদ আহমদ এডভোকেট, নির্বাচন কমিশনার সদরুল হাসান চৌধুরী, সহকারি নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ,
সহ সম্পাদক ইশরাত জাহান নীপা, সদস্য আয়কর আইনজীবী কামাল আহমদ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আরিফুল হাসান এডভোকেট, স্বপন কুমার চৌধুরী এডভোকেট, নির্মলেন্দু রায় চৌধুরী, এডভোকেট আজমল হোসেন, এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী কাওছার মাহমুদ চৌধুরী,

 

বাবলু ভৌমিক এডভোকেট, আয়কর আইনজীবী জাহানজেব ইবনে খালেদ, মো. ইব্রাহিম, দেব দুলাল চৌধুরী, সৈকত দাস, আসাদুর রহমান তারেক, রাজু দেব এডভোকেট, সাইদুর রহমান, রাকেশ সিংহ, কবিন্দ্র কুমার দাস, এ বি এম সরওয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
ফিলিস্তিন ও গাজাকে ধ্বংস করার পরিনতি ভয়াবহ হবে। খুব শীগ্রই ইসরায়েলি দোসরদের এ গণহত্যার চরম মূল্য দিতে হবে। বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

বক্তারা গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর উপযুক্ত শাস্তি ও জাতিসংঘ থেকে তাদের সদস্যপদ বাতিলের দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ থেকে গাজায় যুদ্ধে যাওয়ার ইচ্ছুক যুবক-যুবতীদের ভিসার ব্যবস্থা করার জোর দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই ভয়াবহ ইসরায়েলি নৃৎশংসতা ও গণহত্যা বন্ধের লক্ষ্যে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলার জোর দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।