সুরমা টাইমস ডেস্ক :
হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজারে একটি বিপণিবিতানে ঢুকে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক কর্মকর্তাকে ব্যবসায়ী ও ক্রেতারা ঘেরাও করে মারধর করেছেন।
গত সোমবার (২৪শে মার্চ) রাত সাড়ে ১২টায় পুলিশ এসে ওই কর্মকর্তাকে উদ্ধার করে।
অভিযুক্ত ব্যক্তি হলেন হবিগঞ্জ আঞ্চলিক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের পরিদর্শক শামীম আল মামুন। রাত সাড়ে ১১টার দিকে তিনি এসডি প্লাজায় গেলে ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরে।
উত্তেজিত জনতা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তার ওপর হামলার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে নিরাপত্তা দেওয়া হয়।
দোকান মালিকের ছেলে শুভ দাশ জানান, এক সপ্তাহ আগে শামীম আল মামুন এসডি প্লাজার কাগজপত্র পরীক্ষা করেন এবং বিভিন্ন ধারায় মামলা করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করেন।
টাকা না পাওয়ায় তিনি আবার সোমবার রাতে দোকানে এসে চাপ দেন। এরপর উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাকে ঘেরাও করেন।
পুলিশ কর্মকর্তা মো. শহিদুল হক মুন্সী জানান, কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের বক্তব্য পরস্পরবিরোধী। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
অন্যদিকে, অভিযুক্ত শামীম আল মামুন দাবি করেছেন, তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।